স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিরাপদ সড়কের জন্য নাগরিকদের কর্তব্য সংক্রান্ত আলোচনা সভা ও বিশেষ প্রশিক্ষন অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূনেন্দ্র দেব, হোন্ডা, লেগুনা ও সিএনজি চালকদের সাথে আলোচনা করেন। এসময় সড়কের তাদের কি দায়িত্ব ও কর্তব্য এবং পালনীয় তা তুলে ধরেন এবং বিশেষ প্রশিক্ষন দেন তিনি।
এসময় তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর, সিএনআরএস এর ইয়াহিয়া সাজ্জাদ,তাহিরপুর থানার এসআই মুহিত মিয়া ছাড়াও উপজেলার হোন্ডা,লেগুনা ও সিএনজি চালকগন উপস্থিত ছিলেন।