স্টাফ রিপোর্টার::
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নূরুল হুদা মুকুট সিআইপি (কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন) মনোনীত হয়েছে। সোমবার তিনি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের কাছ থেকে সিআইপি সম্মাননাপত্র গ্রহণ করেন। ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সরকার বিশিষ্ট ব্যবসায়ীদের এই সম্মানে ভূষিত করে থাকে।
নূরুল হুদা মুকুট সিআইপি মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ব্যবসায়ীরা।