দিরাই প্রতিনিধি ঃ-
সুনামগঞ্জের দিরাইয়ে মাতৃ মৃত্যু পর্যালোচনা ও প্রতিরোধে করণীয় বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশিক্ষণ ভবনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা কেয়ার-জিএসকে সিএইচডব্লিউ উনিশিয়েটিব এর সহযোগীতায় এ কর্মশালা অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও কেয়ার বাংলাদেশের তুলশি ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ডা. রিতা রানী পাল, ডা. সুমন রায় চৌধুরী, ডা. বিবেকানন্দ তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বুলবুল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান, চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার তালুকদার, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্য এনজিও সংস্থার মাঠকর্মীরা।