জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রথম প্রান্তিক খাদ্যবান্ধব কর্মসূচীর প্রস্তুুুতি সভা বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধীরাজ নন্দি চৌধুরী, কৃষিক কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, ব্যবসায়ী আবুল খয়ের, সুন্দর মিয়া, জাহাঙ্গীর আলম, মনু মোহাম্মদ মতছির, ফারুক আহমদ, সাংবাদিক আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন আহমদ প্রমুখ।
সভায় আগামী ১০ সেপ্টেম্বর থেকে জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নে ১০টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত হয়। সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে ৫ টা পর্যন্ত ডিলারদের কাছ থেকে চাল ক্রয় করা যাবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী মাহফুজুল আলম মাসুম এ বিষয়টি নিশ্চিত করেছেন।