আরিফ বাদশাঃ
সোমবার দিনব্যাপী জামালগঞ্জ উপজেলায় ৪৫ তম জাতীয় স্কুল ক্রিড়া প্রতিযোগিতা ২০১৬ অনুষ্টিত হয়েছে। প্রতিবছর এ প্রতিযোগিতাটি জামালগঞ্জ উপজেলার হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হলেও উক্ত মাঠ খেলার অনুপযোগী হওয়ায় এবারই প্রথমবারের মতো সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হয়েছে। উপজেলার স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের ফুটবল, হ্যান্ডবল ও জাতীয় খেলা হা ডু ডু সহ আরোও বিভিন্ন ধরনের খেলা অনুষ্টিত হয়।
সকাল ১১ঘটিকায় উদ্বোধনী ম্যাচে সাচনাবাজার উচ্চ বিদ্যালয় বনাম কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রসার মধ্যকার ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। এতে কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা টাইব্রেকারে ৪-৫ গোলে জয়ী হয়। পরের ম্যাচে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় জয়লাভ করে নবিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে। একে একে সব বাধা পেরিয়ে নিজেদের সবটুকু উজার করে দিয়ে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় ফাইনালে উঠে। সময় সল্পতার কারনে ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়নি। আগামীকাল মঙ্গলবার নিজেদের শ্রেষ্টত্ব প্রমাণের লক্ষ্যে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রসার মুখোমুখি হবে। খেলাগুলো সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক মোস্তফা কামাল খান, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক আক্তার হোসেন, বেহেলী উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক আব্দুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রানতোষ ঘোষ চৌধুরি, সিনিয়র শিক্ষক প্রভাকর মজুমদার, অরুপ নারায়ন তালুকদার, মুকুল চন্দ্র, সুজল চন্দ্র পাল, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল মিয়া, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার দাশ, কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রসার ক্রিড়া শিক্ষক নূরজামাল, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনসুর আহমদ সুহেল প্রমুখ।