স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৬ সেপ্টেম্বর ২০১৮ খ্রি. বৃহষ্পতিবার সন্ধ্যায় প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহিদ জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী। সদস্য সচিব এডভোকেট রুহুল তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা নানা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। উপস্থিত সকলের সম্মতিতে আগামী ২০ সেপ্টেম্বর সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বিভিন্ন কমিটি গঠন ও রেজিস্ট্রেশনের বিষয়টি চূড়ান্ত করা হবে।
সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের গণসংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, ব্যাচ ভিত্তিক তালিকা প্রণয়ন, কলেজ থেকে তালিকা সংগ্রহ, গণবিজ্ঞপ্তি দিয়ে সাধারণ সভার আয়োজন, সুনামগঞ্জ ও সিলেটের সকল দৈনিকে বিজ্ঞপ্তি প্রেরণসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ধুর্জটি কুমার বসু, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, এডভোকেট মতিউর রহমান পীর, এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, চন্দন কুমার রায়, সঞ্চিতা চৌধুরী, এডভোকেট স্বপন কুমার দাস রায়, এডভোকেট শামছুল করিম হিরন, আতম মিছবাহ, ফৌজিআরা শাম্মি, এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন, এডভোকেট নাজনীন বেগম, এডভোকেট বজলুর রশিদ, জুনেদ আহমদ, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট ছায়াদুর রহমান, আমিনুর রশিদ রনক, এডভোকেট পারভেজ আহমদ, এডভোকেট কল্লোল তালুকদার চপল, হিরন্ময় রায়, সাংবাদিক খলিল রহমান, শামস শামীম, এডভোকেট বুরহান উদ্দিন, ফারুক আহমেদ সুজন, ছাত্রনেতা ইশতিয়াক আলম পিয়াল প্রমুখ।