সাইফ উল্লাহ ::
জামালগঞ্জ উপজেলার তিন ইউপিকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করেছে উপজেলা প্রশাসন হয়েছে। সোমবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা আনুষ্টানিক ভাবে জামালগঞ্জ সদর, সাচনা বাজার ও ভীমখালী ইউপিকে ঘোষনা কালে বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। সকলের চেষ্টা আন্তরিকতায় এই ব্যাধি মোকাবিলা করতে হবে।
বাল্যবিবাহ মুক্ত ঘোষনা উপলেক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ড: সাফায়েত আহমদ সিদ্দিকী, সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ভীমখালীর চেয়ারম্যান আ: মান্নান তালুকদার, উপজেলা আ. লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী।
অনুষ্টানে জামালগঞ্জের সকল গনমাধ্যম কর্মীরা, বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিষ্টার গন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান গন, বেসরকারী সংস্থার প্রতিনিধিগন, শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীগন উপস্থিত ছিলেন।