স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া আবাসিক এলাকায় বজ্রাঘাতে পুড়ে গেছে চারটি টিনসেডের বাসাবাড়ি। বৃহষ্পতিবার শেষ রাতে বজ্রপাতে বাসার গ্যাসের রাইজারে আগুন ধরে বাসাগুলো পুড়ে যায়। গৃহহারা ৫টি পরিবারের লোকজন সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন। শুক্রবার বিকেলে পৌরসভা, জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হয়েছে।
জানা গেছে পশ্চিম তেঘরিয়া এলাকার সাইদুর রহমান ও সৈয়দ ফজলুর রহমানের টিনশেডের চারটি বাসা রয়েছে ওই এলাকায়। এই বাসাগুলোতে মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, লাল মিয়া, আহমদ আলী ও হনুফা বেগম নামের চারজন ভাড়াটিয়া থাকেন। বৃহষ্পতিবার রাত সাড়ে তিনটার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় ভয়ঙ্কর বজ্রপাতে বাসার গ্যাসের রাইজারে আগুন ধরে মুহুর্তেই বাসাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ভাড়াটে লোকজন কোনরকম পরিবার নিয়ে বেরুতে পারলেও তাদের সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনশেডের চারটি বাসাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালিকেরই প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে শুক্রবার বাদ জুমআ ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে দেখতে যান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুজ্জামান, পৌর মেয়র নাদের বখত। তারা প্রত্যেকই ক্ষতিগ্রস্তদের চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ নগদ টাকা প্রদান করেছেন।
পৌর মেয়র নাদের বখত বলেন, আমরা ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে খাদ্য সহায়তা করেছি। প্রশাসন ও পুলিশও সহায়তা করেছেন।