স্টাফ রিপোর্টার::
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়নের ভাবনা বিষয়ে জনগনের অবহিত ও উন্নয়ন কার্যক্রমে স¤পৃক্তকরণের লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস। সোমবার সকাল ১১ টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি বাড়ী একটি খামার প্রকল্প,আশ্রায়ন প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,শিক্ষা সহায়তা,কার্যক্রম,নারী ক্ষমতায়ন কার্যক্রম,সবার জন্য বিদ্যুৎ,সামাজিক নিরাপত্তা, কর্মসূচিসমূহ,কমিউনিটি ক্লিনিক,শিশু বিকাশ,বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা সম্পর্কিত ১০ টি বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর পূর্ব ও দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ অফিস প্রধান কাজী জমিরুল ইসলাম মমতাজ,দৈনিক আমাদের সময় ও দৈনিক সিলেটের ডাকের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ নুরুল হক, দৈনিক হাওরাঞ্চলের কথার উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক সুনামকন্ঠের প্রতিনিধি হোসাইন আহমদ,দৈনিক সুনামগঞ্জের খবরের প্রতিনিধি সোহেল তালুকদার, জেলা তথ্য অফিসের অপারেটর শরীফ হোসেন প্রমুখ।