বিশেষ প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর ও দেশখ্যাত ক্ষপ্রেমী হাজী জয়নাল আবেদীনের ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা আনুষ্টিত হয়েছে। সোমবার রাতে বাদাঘাট কালচারাল সোসাইটির উদ্যোগে সোসাইটির কার্যালয় হাজী কালু মিয়া মার্কেটের ৩য় তলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
সোসাইটির সভাপতি সাজ্জাদ হোসেন শাহ্ ‘র সভাপতিতেত্ব অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যাণের মধ্যে বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, বাদাঘাট কালচারাল সোসাইটির সিনিয়র সহ সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবির হাসান, অর্থ সম্পাদক আরমান শাহ্, সদস্য নজরুল ইসলাম, সেলিম হায়দার, রফিকুল ইসলাম প্রমুখ। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন হাফেজ মো. আরিফ আহমদী। স্মরণসভায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও মরহুমের বর্ণাঢ্য জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য তিনি ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর রাজধানী ঢাকা থেকে প্রাইভেট কার যোগে নীজ বাসা সুনামগন্জ শহরে আসার পথে সিলেটের গোয়ালা বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
হাজী জয়নাল আবেদীন টাঙ্গুয়ার হাওরের ইজারাদার হিসেবে দেশের সর্ববৃহৎ হিজলকরচের বাগান লাগিযেছিলেন। যেখানে পর্যটকরা এখন আনন্দ অবগাহন করেন। তাছাড়া তিনি দেশের সর্ববৃহৎ শিমুলবাগানও ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেন তিনি। দেশবিদেশের পর্যটকরা শিমুল বাগানে এসে রক্তিম ফাগুনকে অভিনন্দন জানান। এলাকায় বিদ্যালয় কলেজসহ নানা প্রতিষ্ঠান করে তিনি বরনীয় হয়ে আছেন।