ভ্রাম্যমাণ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিনাজুরা গ্রামের মারামারি ঘটনার ৩ নং আসামী অশ্বিনী সরকারের ছেলে অজিত সরকার (৩২) কে আটক করেছেন আদালত। গত ১৬ আগস্ট জামালগঞ্জ থানায় মৃনাল পুরকায়স্থের দায়ের কৃত ৬নং মামলার ৩নং আসামীকে গত ২২ আগস্ট হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করেন।
গত ১২ আগস্ট বীনাজুড়া গ্রামে মারামারি ঘটনায় ২৪ জনকে আসামী করে বাদী মৃনাল পুরকায়স্থ মামলা দায়ের করেন। উল্লেখ্য গত ২১ মে ১৩ ইং তারিখে অজিত সরকার আরও একটি মামলায় আসামী হিসেবে ১ মাস কারাদন্ড ভোগ করেছিলেন। সেই মামলা এখনও বিচারাদীন রয়েছে।