স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্র লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হিসেবে সদর উপজেলায় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুরনো কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলার দায়িত্বশীল নেতারা। কমিটি বিলুপ্তির সাথে সাথে নতুন নেতৃত্বে আগ্রহীদের বায়োডাটা আহ্বান করেছেন জেলা নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে সাংগঠনিক প্যাডদ দেওয়া বিবৃতিতে বলা হয়েছে সদর সভাপতি সোহেল আহমদ বিপ্লব বাবু ও সাধারণ সম্পাদক কসার ইবনে আজিজ পাঠান নেতৃত্বাধীন সদর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্যাডে স্বাক্ষর করেন।
বিবৃতিতে আগামী ১অক্টোবর থেকে ১০অক্টোবরের মধ্যে সদর উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, এসএসসি ও এইচএসসি পরিক্ষার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্রসহ জীবন বৃত্তান্ত জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
কমিটি বিলুপ্তির বিষয়টি স্বীকার করেছেন জেলা ছাত্র লীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।