দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ সাপেরকোনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কদর আলী (৮০) আর নেই। ইন্নাল্লিাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। বুধবার দুপুর ১ টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে নাতী নাতনী, আতœীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঠাকুরভোগ জামে মসজিদের সামনে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমান,দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই আলা উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক,অর্থ সম্পাদক শফিকুল ইসলাম,মোঃ আব্দুল্লাহ,দিলোয়ার হোসেন,হাফেজ মাজেদুল ইসলাম সহ প্রমুখ।