স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাসকে সভাপতি ও পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল রঞ্জন মজুমদারকে সাধারণ সম্পাদক ও সুব্রত বনিককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিটি ঘোষনা পরবর্তী আলোচনা সভায় সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনধীর মজুমদারের সভাপতিত্বে ও নুরপুর তেরহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বনিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ তালুকদার,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, জামালগঞ্জ শাখার সভাপতি রইছুজ্জামান, জামালগঞ্জ উপজেলার দুলবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার তালুকদার, নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি আবুল কাসেম আজাদ,মহিলা বিষয়ক সম্পাদক আলমপর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্না রানী দে,ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন মজুমদার,ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার,নবগঠিত কমিটির সকল শিক্ষক শিক্ষিকাবৃন্ধ সহ প্রমুখ।