হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে খানা তথ্য ভান্ডার শুমারির তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর শনিবার সকালে বিআরডিবি’র হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ন্যাশনাল হাউজ হোল্ড ডাটা বেইজ (এন এইচডি) প্রকল্পের আওতায় জাতীয় খানা তথ্য ভান্ডার শুমারির উপজেলা সমন্বয়কারী মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে, জোনাল অফিসার দিনন্ত কুমার দাসের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ এডভোকেট দিপু রঞ্জন দাস।
বক্তাগণ ২৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খানা তথ্য ভান্ডার শুমারির তথ্য সংগ্রহ করার সময় জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ দেখিয়ে তথ্য সংগ্রহকারীদেরকে খানার নির্ভুল তথ্য দিতে এবং তথ্য প্রদানে অন্যকে উৎসাহিত করার আহ্বান জানান।