অনলাইন ডেক্স::
বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এ এফ এম মুহিতুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার ২টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যুতে বাঙালি এক সাহসী মানুষকে হারালো।
৬৩ বছর বয়সী এ মুক্তিযোদ্ধা ১২ জুলাই থেকে বিএসএমএমইউ-এর কেবিন ব্লকের সাততলার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর রেসিডেন্ট পিএ ছিলেন মুহিতুল ইসলাম। তিনি সর্বশেষ ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
রাজধানীর মিরপুর ১৪ নম্বরে অবস্থিত হাউজিং স্টাফ কোয়ার্টারে স্ত্রী ও একমাত্র কন্যা সানজিদা বিলকিস বাঁধনকে নিয়ে থাকতেন তিনি।