শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার, ভিশন ২০২১, এসডিজি ২০৩০ বাস্তবায়ন এবং নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন-শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলাল উদ্দিন, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম।
মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তাগণ প্রধানমন্ত্রীর ভিশন-২০২১, এসডিজি ২০৩০ বাস্তবায়নে শাল্লা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নানাবিধ উন্নয়ন কর্মকা-ের উপর আলোকপাত করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাবানন্দ দাস, সাংবাদিক পিসি দাস পিযুষ, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক বকুল আহমেদ তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক একটি বাড়ি একটি খামার প্রকল্পের, পল্লী সঞ্চয় ব্যাংকের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।