ছাতক প্রতিনিধি::
তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-জৈন্তাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের রাস্তায় বৈদ্যুতিক খুটি বসানো নিয়ে সাবেক ইউপি সদস্য আনসার মিয়ার সঙ্গে একই এলাকার সুরুজ মিয়ার বাকবিতন্ডা ও হাতা-হাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বিকেলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
গুরুতর আহত জাহেদ হোসেন (২৬), রমজান আলী (১৬), শাহজাহান মিয়া (৪৫), সাহেদ হোসেন (২৩), মোতাহার হোসেন (২৬), মনিরুজ্জামান (২৫), নুরুজ্জামান (৩২) ও সরুজ্জামান (১৭)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।