অনলাইন::
মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেওয়া সম্মানসূচক নাগরিকত্ব ফিরিয়ে নিলেন কানাডার পার্লামেন্ট সদস্যরা। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের এক অধিবেশনে এই বিষয়ে সর্বসম্মতভাবে একমত হন এমপিরা।
জানা গেছে, রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রের দমন-নিপীড়ন ঠেকাতে ব্যর্থতার কারণেই তার এ সম্মাননা কেড়ে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ২০০৭ সালে সু চিকে সম্মানসূচক নাগরিকত্ব দেয় কানাডা। দেশটি এখন পর্যন্ত যে ছয়জনকে এ সম্মানে ভূষিত করেছে, মিয়ানমারের নেত্রী তাদের একজন। কিন্তু গতকাল বৃহস্পতিবার কানাডার পার্লামেন্ট সর্বসম্মতভাবে সু চির সেই সম্মান ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এমপিরা।
এ ব্যাপারে গত বুধবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন, মিয়ানমারের নেত্রী এখনও কানাডার নাগরিকত্ব রাখার উপযুক্ত কিনা পার্লামেন্ট তা খতিয়ে দেখছে।
অবশ্য এই পদক্ষেপ মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গার দুর্দশা লাঘব করবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর সু চির অক্সফোর্ড, গ্লাসগো, এডিনবরা এবং নিউক্যাসলের ফ্রিডম অব সিটি পুরস্কারও বাতিল করা হয়।