মোঃ নুরুল হক::
সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল বিদ্যালয়ের ৫-১৬ বছর বয়সী সকল শিশুদেরকে ১ ডোজ কৃমিনাশক ঔষধ সেবন ও জাতীয় কৃমি সপ্তাহের উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভায় তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক মাশুক আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দিন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, আব্দুল মজিদ কলেজের প্রভাষক নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন রায়, রজত ভূষন রায়, তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারি ইলা রায়, বিলকিছ বেগম, খালেদা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্ধ।