স্টাফ রিপোর্টার::
‘ভূমি ব্যবস্থাপনা কোর্স ২০১৮’ এ প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে পরীক্ষার মাধ্যমে সিলেট বিভাগে প্রথম হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা কাজী শামসুল হুদা সোহেল। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী প্রশিক্ষণে বিভাগের ৪০ জন কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে কাজী শামছুল হুদা সোহেল প্রথম, সুনামগঞ্জের সাব্বির আহমদ দ্বিতীয় এবং মৌলভীবাজারের আরেক কর্মকর্তা তৃতীয় হয়েছেন। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে এবং ভূমি সংক্রান্ত জটিলতার নিরসণ করায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংশ্লিষ্টরা তাদের শ্রেষ্টত্বের স্বীকৃতি দেন। উল্লেখ্য কাজী শামছুল হুদা সোহেল সুনামগঞ্জ তহসিলদার সমিতির জেলা সভাপতি। তিনি সদর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে সিলেট বিভাগের চার জেলার ৪০ জন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা, উপসহকারি কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারি, পেশকার, সার্টিফিকেট সহকারিসহ সমপর্যায়ের কর্মচারিকে নিয়ে ৫দিন ব্যাপী ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স শুরু করা হয়। গত ৩০ সেপ্টেম্বর কোর্স শুরু হয়ে শেষ হয় ৪ অক্টোবর বৃহষ্পতিবার। প্রশিক্ষণ প্রদান করেন সিলেটের বিভাগীয় কমিশনার মেসবাহ উদ্দিন চৌধুরীসহ কমিশনার অফিসের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ শেষে এ বিষয়ে বৃহষ্পতিবার লিখিত পরীক্ষার পাশাপাশি ভূমি সংক্রান্ত নানা জটিলতার সমাধান করেন অংশগ্রহণকারী কর্মকর্তারা। পরীক্ষা শেষে উর্ধতন কর্তৃপক্ষের বিচারে প্রথম হন কাজী শামসুল হুদা সোহেল। দ্বিতীয় হন বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তা একেএম সাব্বির আহমদ। প্রথম ও দ্বিতীয় স্থান লাভকারী দুই কর্মকর্তাই সুনামগঞ্জের।
প্রশিক্ষণ ও পরীক্ষা শেষে মেধা যাছাইয়ে উত্তীর্ণ তিন ভূমি কর্মকর্তার হাতে শ্রেষ্টত্বের স্বীকৃতি তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব।
এদিকে কাজী শামসুল হুদা সোহেলসহ সুনামগঞ্জের দুই কর্মকর্তা সিলেট বিভাগে শ্রেষ্ট হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জেলা তহসিলদার সমিতি।