দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
মৎস্য আইন মেনে চলি,ইলিশ সম্পদ রক্ষা করি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৮ শুরু করা হয়েছে। ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সরকারীভাবে নির্ধারণ করা হয়েছে। সর্বসাধারণের অবগতি স্বরুপ এই নির্ধারিত সময়ে সরকার কর্তৃক সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ইলিশ মাছ আহরণ,বাজারজাতকরণ,পরিবহন,মজুদ,ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়কালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন সকল হাটবাজারে নিয়মিত মা ইলিশ সংরক্ষণ অভিয়ান পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট সকলকে নিষেধাজ্ঞা মেনে না চললে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রচারে উপজেলা মৎস্য অফিস দক্ষিণ সুনামগঞ্জ।