দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন,মহিলাদের সকল সুযোগ সুবিধা সবার আগে। দেশরত্ন শেখ হাসিনা মহিলাদের জন্য সকল সুবিধা আগে দেওয়ার ব্যবস্থা করেছেন। মহিলাদের জন্য বয়স্কভাতা,বিধবা ভাতা,গর্ভকালীন ভাতার ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। চাকুরীর ক্ষেত্রে প্রশাসনের উপরের স্থর থেকে শুরু করে সর্বক্ষেত্রে মহিলাদের বিচরণ রয়েছে। নির্বাচনে ভোটাধিকারের ক্ষেত্রে মহিলাদের সুচিন্তিত মতামত সরকার গঠনে অগ্রনী ভূমিকা পালন করে। দেশের উন্নয়নে পুরুষরা যেমন ভূমিকা রাখেন তেমনি মহিলাদের ভূমিকা কোন অংশেই কম নয়। তিনি মহিলাদের উদ্দ্যেশ্যে আরও বলেন মহিলাদের জীবনমান উন্নয়ন আরও বেগবান করতে আপনারা ঔক্যবদ্ধ থাকুন পূনরায় আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করুন। রবিবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্ধের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার সুহেল কমিউনিটি সেন্টারে মহিলা আওয়ামীলীগ নেতৃ তৈয়বুননেছার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক হাসনাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগ নেতৃ সালমা বেগম,সুফিয়া বেগম,মমতাজ রানী দে,অরচনা দেব,লাকী বেগম,রুমি বেগম, মুক্তা রানী দাশ,বিলকিছ বেগম,আজিজুন নেছা,আয়না বেগম,সুজিফা বেগম,তাহমিনা বেগম,গুলমানা বেগম,রুমেনা বেগম,রুসনা বেগম,আফরোজা বেগম,কবিতা দাশ,রহিমা বেগম,সাহিদা বেগম সহ উপজেলা মহিলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্ধ প্রমুখ।