স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে এবার গেল বারের চেয়ে আরো বেশি ম-পে শারদীয় দুর্গা পূজা সাড়ম্ভর উদযাপিত হবে। প্রতিটি ম-পে পূজার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নির্বিগ্নে শারদীয় দুর্গোৎসবের আয়োজনের আহ্বান জানিয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইনসে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ১১ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। তারা নানা পরামর্শ ও সহায়তার আহ্বান জানান পুলিশকে।
মতবিনিময় সভায় পুলিশ সুপার জানান এবছর জেলায় গত বারের চেয়ে ৪৭টি ম-প বেড়েছে। সর্বমোট ৩৮৩টি ম-পে এবার পূজা উদযাপিত হবে। জেলার ১১ উপজেলার ১২টি থানায় ম-পে নির্বিগ্নে দুর্গোৎসব আয়োজনের জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আহ্বান জানান পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, প্রফেসর পরিমল কান্তি দে, শ্রী শ্রী রামকৃষ্ঠ মিশনের মহারাজ হৃদয়ানন্দ মহারাজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপক ঘোষ, সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।