স্টাফ রিপোর্টার::
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে রায় দ্রুত কার্যকর করার দাবিতে সুনামগঞ্জ জেলা শহরে আনন্দ মিছিল করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। বুধবার বিকেলে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদার নেতৃত্বে আনন্দ মিছিলটি শহরের হাজীপাড়া থেকে বের হয়ে পথসভা করে।
পথসভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হুসনা হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আবেদীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, সালমা আক্তার চৌধুরী, সদস্য ফাহমিদা আক্তার আখি, সামিনা চৌধুরী মনি, পৌর কাউন্সিলর শেলি চৌহান ময়না প্রমুখ।
হুসনা হুদা বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে হত্যা করে দেশের গণতন্ত্র ও প্রগতিশীল শক্তিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল চারদলীয় জোটর সরকার। তারা একনায়কতন্ত্র কায়েম করে এদেশের জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু জনগণ চারদলীয় জোট সরকারকে আস্থাকুড়ে নিক্ষেপ করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসিয়েছে। শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বের প্রভাবশালী নেতা হিসেবে বিশ্ববাসীর স্বীকৃতি পেয়েছেন। আগামীতেও জনগণ তাকে ক্ষমতায় বসিয়ে দেশকে আরো উন্নততর রাষ্ট্রে পরিণত করবে।