স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে প্রশাসনিকভাবে সোমবার এক অনুষ্টানে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ উপলক্ষ্যে উপজেলা সদরের আবদুস সামাজ আজাদ অডিটরিয়ামে ইউএনও মোহাম্মদ মাছুম বিল্লাহর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন-উর রশিদ, প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, প্রমুখ। এর পূর্বে পরিষদ প্রাঙ্গনে জগন্নাথপুর উপজেলা বাল্য বিয়ে মুক্ত নামফলক এর উম্মোচন করেন জেলা প্রশাসক। পরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ইতিমধ্যে জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করা হয়েছে।