বিশেষ প্রতিনিধি::
চাকুরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুতে কর্মরত শ্রমিকরা। রবিবার দুপুর থেকে বিভিন্ন এলাকায় কর্মরত পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও মেসেঞ্জার পদের কর্মীরা জড়ো হয়ে আন্দোলনে নামে। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েজখালিস্থ প্রধান কার্যালয়ের ফটকে অবস্থান কর্মসূচি পালনের পাশাশি তারা চাকুরি স্থায়ীকরণের দাবিতে নানা স্লোগান দেয়।
কর্মীরা জানান, চাকুরি স্থায়ীকরণ, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু, যাতায়াত ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে দীর্ঘদিন ধরে উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে কথা বলছিলেন শ্রমিকরা। কিন্তু তাদের বৈধ দাবিগুলো পূরণ হচ্ছেনা। এ কারণে শ্রমিকরা সংগঠিত হয়ে রবিবার দুপুর থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। দাবি মানা না হলে লাগারতার কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা।
কর্মবিরতি কর্মসূচি চলাকালে পথসভায় বক্তব্য দেন জাহিদ মোল্লা, আজিজুল হক বাদশা, আব্দুল আউয়াল খান প্রমুখ।