1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

অনুমতি না পেলেও সিলেটে আসবে ঐক্যফ্রন্ট

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ২.৩৫ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
সমাবেশের অনুমতি না পেলেও সিলেট যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ২৩ অক্টোবর সমাবেশের অনুমতি না পেয়ে ২৪ অক্টোবরের জন্য ফের আবেদন করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।
শুক্রবার সন্ধ্যায় জোটের বৈঠক শেষে সিলেটে যাওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।
তিনি জানান, ঐক্যফ্রন্ট ২৩ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়েও পায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি রয়েছে। তাই ২৪ অক্টোবরের ফের আবেদন করা হয়েছে। ওইদিনও অনুমতি না পেলে মাজার জিয়ারত করবেন ঐক্যফ্রন্টের নেতারা। হয়রত শাহজালাল (রহ) ও শাহ পরানসহ এম এ জি ওসমানীর মাজার জিয়ারত করা হবে।
মন্টু জানান, আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। এরপর সুশীল সমাজের সঙ্গেও মতবিনিময় করবেন নেতারা। আমাদের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আজকের বৈঠকে উপস্থিত অনেকেই ওই লিয়াজোঁ কমিটি আছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!