তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুরে সার বিক্রয়ে অনিয়মের অভিযোগে দুটি দোকান বন্ধ করেছে তাহিরপুর উপজেলা প্রসাশন। মঙ্গলবার রাতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূর্ণেন্দু দেবেরে নেতৃত্বে উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট বাজারের হাফিজুর রহমানের মালিকানাধীন বিসিআইসি অনুমোদিত সার ও বিএডিসি অনুমোদিত বীজ ও সার ডিলার মেসার্স রোকিয়া এন্টার প্রাইজ ও একই মালিকের বালিজুরী ইউনিয়নের ডিলার আনোয়ারপুর বাজারের মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ দুটি দোকান সাময়িক ভাবে বন্ধ করেছে উপজেলা প্রসাশন।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ প্রসাশনের নজর এরিয়ে সার বিক্রয়ে অনিয়ম করে আসছিল দুটি প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা যায়, যে ডিলারগণ যে ইউনিয়নের ডিলারশীপ নিবেন শুধুমাত্র সে ইউনিয়নেই সার ও বীজ বিক্রয় ও মওজুদ করতে পারবেন। কিন্তু রাবেয়া ও রোকিয়া এন্টারপ্রাইজের মালিক তাহিরপুর উপজেলার ৫ নং বাদাঘাট উত্তর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাগরপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান দীর্ঘদিন যাবত বালিজুরী ইউনিয়নের ডিলারশীপ নিয়ে উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাটেও নিয়ম বহিঃর্ভুত ভাবে সার বিক্রি করে আসছিল নিয়মিত। এছাড়াও ভুয়া মাষ্টাররোল তৈরি করে সার বিতরণ দেখিয়ে তা চড়াদামে অন্যত্র বিক্রির অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে প্রতিষ্ঠান দুটির রেজিষ্টার তদন্তের জন্য নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা । এবং ষ্টক এবং বিতরণের হিসেব যাচাই না করা পর্যন্ত দোকান দুটি বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব জানিয়েছেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে এসব অভিযোগের তদন্ত করতে দুটি দোকানের ষ্টক ও বিতরণ রেজিষ্টার আনা হয়েছে এবং এগুলি যাচাই বাছাই না হওয়া পর্যন্ত দোকান দুটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।