হাবিবুর রহমান হাবিব, শাল্লা থেকেঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিভিন্ন স্থানে উৎসবের
আমেজে লক্ষীপূজা উদযাপিত হয়েছে।
হিন্দু র্মাবলম্বীদের নিকট ধন – সম্পদ ও সৌন্দর্যের দেবী নামে পরিচিত দেবী লক্ষীকে বুধবার নির্ধারিত সময়ে পূজার মাধ্যমে অর্ঘ্য দেন তারা।
লক্ষী পুজা, ধনী- গরীবসহ হিন্দু ধর্মের সকল শ্রেণী পেশার মানুষ এ পুজা করে থাকেন।
লক্ষী পুজা কে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে।
২৪ অক্টোবর বুধবার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের দক্ষিণ হাটি পুজা মন্ডব পরিদর্শন কালে দেবীর ভক্ত ও আয়োজক কমিটির সদস্য বৃন্দের সাথে কথা বলে জানা যায় পুজায় লক্ষীর পাঁচালী,মহা প্রাসাদ বিতরণ সহ ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত য়
এসময় হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য সুব্রত সরকার সনাতন ধর্মাবলম্বী সহ উপস্থিত সকলের সাথে পুজার শুভেচ্ছা বিনিময় করেন।