স্টাফ রিপোর্টার::
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শেখ হাসিনা থাকলে দেশের মানুষ পেট ভরে খেতে পারবে। তিনি থাকলে যে কোন দুর্যোগ মোকাবেলা করতে আমাদের সমস্যা হবে না। শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী শুক্রবার দুপুরে সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০১৬-২০২০ খসড়া প্রণয়নের লক্ষ্যে’ মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘প্রশাসনের যারা আছেন-চলেন, ভাল হয়ে যাই সবাই, ভাল হয়ে কাম-কাজ করি, কাজ করলেই দেশ এগিয়ে যাবে।’
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর নিক বেরেস ফোর্ড, মহিবুর রহমান মানিক এমপি, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও শামছুন নাহার বেগম এমপি।