স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ টেলিভিশনের আন্তু স্কুল বিতর্ক প্রতিযোগিতায় জাতীয়ভাবে চ্যম্পিয়ন সুনামগঞ্জ সরকারি এসসি গার্লস হাইস্কুলের তিন বিতার্কিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শনি্বার স্কুল ছুটি শেষে বিজয়ী বিতার্কিকরা স্কুলে আসলে প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মশহুদ চৌধুরীসহ শিক্ষকরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য সম্প্রতি মা ও শিশু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় সুনামগঞ্জের সরকারি এস. সি. বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বিতর্কের বিষয় ছিল ‘শিক্ষাক্ষেত্রে ছাত্রীরাই ছাত্রদের চেয়ে অগ্রণী ভূমিকা পালন করে।” বিপক্ষে ছিল সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবস্থান। পক্ষে ছিল রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক- মিথিলা ফারজানা মোমু, ফারজানা আলী সূচী এবং দলনেতা দিলশাদ আঞ্জুম স্কুলকে এই গৌরব এনে দেন। দিলশাদ আঞ্জুম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই সাফল্যে প্রধান শিক্ষক জনাব হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবকসহ বিতার্কিকবৃন্দকে অভিনন্দন জানান।
আগামী মাসে টেলিভিশনে এ প্রতিযোগিতাটি দেখাবে বিটিভি।