স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের ভৈরব মন্দিরে চুরির ঘটনায় ঘটেছে। এ ঘটনায় গতকাল শনিবার জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
মন্দির কমিটির লোকজন জানায়, ভৈরব মন্দিরে ২০ কেজি ওজনের একটি প্রাচীন শীলা পাথরের মূর্তি ছিল। শুক্রবার রাতে মন্দিরের দরজা ভেঙ্গে মূর্তিটি চুরি করে নিয়ে যায় চোরেরা। শনিবার সকালে প্রতিদিনের ন্যায় লোকজন মন্দিরে গিয়ে দেখেন দরজা ভাঙ্গা মন্দিরের আসবাবপত্র তছনছ ও শীলা পাথরের মূর্তিটি নেই।
মন্দির পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সবিত দাশ জানান, ব্রিটিশ আমলের এ শীলা পাথরের মূর্তিটি আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছে অমূল্য সম্পদ ছিল। এটি চুরি হওয়ায় আমরা ব্যতিত হয়েছি। মূর্তিটি উদ্ধারে প্রশাসনের সহযোগীতা কামনা করে সাধারণ ডায়েরি করেছি।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করব।