জমালগঞ্জ প্রতিনিধি
কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদক বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়াকে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের দাবিতে মিছিল ও পথসভা করেছে জামালগঞ্জের নেতাকর্মীরা। সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরের নতুনপাড়া থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রাঙ্গণে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় দলের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাড. শামীমা শাহরিয়াকে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের দাবি জানান। নেতাকর্মীরা বলেন,‘ শামীমা শাহরিয়ারকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করলে বিপুল ভোটে বিজয়ী হবেন তিনি।’
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আলী আমজাদ, যুগ্ম আহবায়ক শামছুল আলম,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের, জামালগঞ্জ সদর ইউনিয়ন কৃষক লীগের সাবেক আহবায়ক ছিদ্দিকুর রহমান, সদস্য সচিব সানোয়ার আলম সান্টু, ফেনারবাক ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক একলিমুর রেজা মানিক, সাচনা বাজার ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আব্দুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কৃষক লীগ নেতা রিয়াশদ আলী,সিদ্দিকুর রহমান, লিটন চৌধুরী, মামুন মিয়া, শ্যামল তালুকদার, জালাল মিয়া, খোরশেদ মিয়া, সাচনা বাজার ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব নিতাই বণিক, ভীমখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলা উদ্দিন আলাল, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, বেহেলী ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব শায়েস্তো মিয়া, কৃষকলীগ নেতা আবুল হায়াত চৌধুরী, সোহেল আহমেদ, ছাবিদ চৌধুরী, জিয়াওল করিম পেটন, কাইয়ুম মিয়া, গোলাম রব্বানী, বকুল মিয়া, বশির আহমেদ, জীবন চৌধুরী, হোরন আলী, মোহাম্মদ আলী, সতেন্দ্র দাশ, বাদশা মিয়া, রবিন আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুর রহমান মাহবুব, সায়েক রাজা, আবু তালহা রাকিব, হাবিবুর রহমান, মুন্না চৌধুরী, উমেদ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য গত এক দশক ধরে সুনামগঞ্জ-১ আসনে মাঠে প্রচারণায় আছেন শামীমা শাহরিয়ার। চারটি থানায় আওয়ামী যুব মহিলা আওয়ামী লীগ ও কৃষক লীগের কমিটি গঠন করে বিশাল কর্মী সমর্থক গোষ্ঠী তৈরি করেছেন তিনি। বিশেষ করে হাওরের ফসলরক্ষায় বিভিন্ন হাওরের কৃষকের পাশে দাড়িয়ে তিনি গত কয়েক বছর ধরে ফসলক্ষা বাধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন।