স্টাফ রিপোর্টার::
দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের সেমিনার হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সহ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সত্য প্রকাশে অবিচল এ স্লোগানকে সামনে রেখে দু’বছর আগে দৈনিক সুনামগঞ্জের সময় যাত্রা শুরু করে। দৈনিক সুনামগঞ্জের সময় একটি সাহসী পত্রিকা। এটি যথেষ্ট সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে। সুনামগঞ্জবাসীর সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে স্থানীয় পত্রিকার কোন বিকল্প নেই। হাওর বেস্টিত সুনামগঞ্জের অবহেলিত মানুষের কথা বলে সময় পত্রিকা। দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার সমুন্নত রেখে পত্রিকাটিতে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের অহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে সময়ের সংবাদ কর্মীদের হাতে পরিচয় পত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিগন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেরগুল আহমদ আহমেদ বলেন, প্রচলিত কিছু বিষয় আছে কেউ সংবাদ প্রকাশ না করে এড়িয়ে যায় কিন্তু দৈনিক সুনামগঞ্জের সময় তা প্রকাশ করে। অনেক সীমাবদ্ধতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জের সময়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে উপজেলা প্রতিনিধিরা আরো দায়িত্বশীল হলে পত্রিকাটি আরো এগিয়ে যাবে। দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক মানবেন্দ্র দাস, পত্রিকার প্রাণ হলো পত্রিকার প্রতিনিধিরা। একটি পত্রিকা পাঠকপ্রিয়তা পায় সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে। উপজেলা প্রতিনিধিরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে পত্রিকা আরো জনপ্রিয় হবে। সভায় বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, বার্তা সম্পাদক অরুণ চক্রবর্তী, শিক্ষানবীশ আইজনজীবী মিজানুর রাসেল, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সাজ্জাদ খন্দকার, কোডিয়ান বিডি ডট কম’র প্রধান নির্বাহী প্রমুখ। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, রুজেল আহমদ, আনিসুল হক মুন, আবুল কাসেম, হিফজুর রহমান জিয়া, শামায়ুন আহমদ, ওলি উল্লাহ, আকমল হোসেন, অঞ্জন দাস,। জামালগঞ্জ প্রতিনিধি মোঃ শাহীন আলম, ধর্মপাশা প্রতিনিধি তরিকুল ইসলাম পলাশ, মধ্যনগর প্রতিনিধি মোঃ আল আমিন, ছাতক প্রতিনিধি হেলাল আহমদ, দোয়ারাবাজার প্রতিনিধি মোঃ আলা উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি আবু সঈদ, দিরাই প্রতিনিধি সজীব রশিদ চৌধুরী, বিশ্বম্ভরপুর প্রতিনিধি জাকির হোসেন রাজু, শাল্লা প্রতিনিধি শান্ত কুমার তালুকদার, জগন্নাথপুর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, সদর প্রতিনিধি ফজলু আহমদ প্রমুখ।