স্টাফ রিপোর্টার::
অবশেষে সুনামগঞ্জের তিনটি সাংগঠনিক ইউনিটে কমিটি দিয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। বুধবার রাতে ছাতক, জামালগঞ্জ ও মধ্যনগরে কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন। কমিটি অনুমেদনে কেন্দ্রীয় ছাত্রলীগের অনুমোদন নেওয়া হয়েছে।
জামালগঞ্জ উপজেলায় মিহির রঞ্জন সরকার আহবায়ক, আরিফ উল লিমন, শহিদুল ইসলাম সোহাগ, প্রবাল কান্তি রায়, নাজমুল হাসান খন্দকার, চয়ন রায়, রিফাত শাহরিয়ার ফাহিম, মাহবুবুর রহমান মাহবুব, আজিজুল হক হিরা, সাইফুজ্জামান হিমু, ইয়াসিন আরাফাত, কাওসার আহমেদ যুগ্ম আহ্বায়কের দ্বায়িত্ব পেয়েছেন। কমিটিতে ১০জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
মধ্যনগরে ওয়াসিফ ইরতিজা আলভী আহবায়ক, নাইম রেজা তালুকদার, জোহা তালুকদার, নিউটন সরকার, আওলাদ হোসেন কিরণ আকাশ বিশ্বাস অভি, জহির রায়হান, মো.আশিক নূর, মেহেদী হাসান মান্না, শফিকুল আলম লিমন যুগ্ম আহবায়কের দ্বায়িত্ব পেয়েছেন। মধ্যনগরে কমিটিতে ১১ জন সদস্য রাখা হয়েছে।
এছাড়া ছাতকে তাজামুল হক রিপন আহবায়ক, আব্দুল কাদির তালুকদার, খালেদ হোসাইন, রিয়াদ আহমদ চৌধুরী, শিপলু আহমদ, মোস্তাক আহমদ, উবাইদুল হক, মাহবুব আলম, মিয়া মো. নাহিদ হাসান, ফখরুল ইসলাম জেনিস, মোস্তাক আহমেদ পীর জাহাঙ্গীর হোসাইন, ইনজামুল হক চৌধুরী সালমান, ইমরান এইচ বাপ্পি, আব্দুল হাসিব মুন্না জাবেদ আহমদ তালহা, সুজেল আহমদ, রিয়াদ আহমদ, জামায়েল আহমদ ফরহাদ যুগ্ম আহ্বায়কের দ্বায়িত্ব পেয়েছেন। কমিটিতে ১২জনকে সদস্য রাখা হয়েছে।
ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে বলেন, কেন্দ্রীয় অনুমোদন সাপেক্ষে তিনটি সাংগঠনিক ইউনিটে কমিটি দেওয়া হয়েছে।