স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ৭টি প্রতিষ্ঠানের নতুন আধুনিক ভবন, শতভাগ বিদ্যুতায়িত একটি উপজেলা ও ১৩ টি ইউনিয়নে জাতীয় তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নয়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি প্রকল্পগুলো উদ্বোধন করেন। সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
প্রধানমন্ত্রী নবনির্মিত দক্ষিণ সুনামগঞ্জ থানা ভবন, দোয়ারাবাজার থানার নতুন ভবন, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ ও শাল্লা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শতভাগ বিদ্যুতায়িত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ও জেলার ৬টি উপজেলার ১৩ টি ইউনিয়নের সাথে সরাসরি ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্বোধন করেন। তাছাড়া
১৩টি ইউনিয়ন হল, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ, সলুকাবাদ ও ধনপুর, ছাতকের চরমহল্লা ও ভাতগাঁও, দক্ষিণ সুনামগঞ্জের পূর্বপাগলা, জগন্নাথপুরের কলকলিয়া, পাটলি ও সৈয়দপুর শাহারপাড়া, জামালগঞ্জের সদর ও ভীমখালী, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ও লক্ষণশ্রী ইউনিয়নে জাতীয় তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নয়নের উদ্বোধন করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র্যালি বের হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অধ্যক্ষ ও উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।