স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সংগঠনের উদ্যোগে জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে র্যালি বের করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। র্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে আলোচনাসভায় মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেক লীগের সহসভাপতি মজনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক এড. বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, সালেহ আহমদ চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র যুগ্ন আহবায়ক শিবলু আহমদ চৌধুরী, শামিম আহমদ, তাপস আহমদ, জাহির আলী খান, পৌর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক বাবলু মিয়া, যুগ্ন আহবায়ক মারুফ রশিদ, মিজান রহমান, সদর উপজেলা সদস্য এম,এন নাজমুল প্রমুখ।
প্রধান অতিথি জুবের আহমদ অপু বলেন, পচাত্তরের পনের আগস্ট, ৩ নভেম্বর জেল হত্যা দিবস এবং ২১ আগস্ট গ্রেণেঢ হামলা দিবস একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর পরিবার, স্বজন ও তার রাজনৈতিক অনুরাগীদের হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। কিন্তু জনগণ তাদের সেই ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে। তার মেয়ে শেখ হাসিনাকে জাতীয় নেত্রী থেকে বিশ্বনেত্রী করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচনে আবারো তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে নেতকার্মীদের কাজ করার আহ্বান জানান।