স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট সড়কের ২১ কি.মি এলাকাজুড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন প্রগতিশীল পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে সাধারণ নাগরিকরাও অংশ নেন।
সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন এলাকা থেকে গোবিন্দগঞ্জ পয়েন্ট পর্যন্ত প্রায় ২১ কি. মি. দৈর্ঘ্যরে এই মানববন্ধনে এলাকার বিপুল জনসাধারণের সমাগম ঘটে। সড়কের দুই দিকেই ব্যানার ফেস্টুন নিয়ে লোকজন মানববন্ধনে অংশ নেন। তারা জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে স্লোগান দেন।
আয়োজকরা জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যাম অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল প্রমুখ।