স্টাফ রিপার্টার ::
জেলা জাসাসের সভাপিত অধ্যক্ষ শেরগুল আহমদ এবং জেলা বিএনিপর যুগ্ম স¤পাদক ও জেলা জাসাসের সাধারণ স¤পাদক মোনাজ্জির হোসেন সুজনের মুক্তির দাবি জানিয়েছে জেলা যুবদল। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞিপ্তত জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত ও সাধারণ স¤পাদক মামুনুর রাশদ কয়েছ এ দাবি জানান।
জেলা যুবদেলর দপ্তর স¤পাদক শাহ আলম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ শেরগুল আহমদ ও মোনাজ্জির হোসেন সুজনের গ্রেফতারে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
প্রসঙ্গত, শেরগুল আহমদ রোববার রাতে এবং মোনাজ্জির হোসেন সুজন সোমবার রাতে রাজধানী ঢাকায় গ্রেফতার হন।