হাবিবুর রহমান হাবিব, শাল্লা::
সুনামগঞ্জের শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সদরে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৮ উপলক্ষে ৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা ( অঃ দাঃ ) কে এম বদরুল হকের সভাপতিত্বে পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালী পদ রায়, বাহাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা বেগম, আভা রাণী সরকার, লিপ্টন দাস।
বক্তাগণ ইঁদুর কে একটি ক্ষতি কর প্রাণী উল্লেখ করে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৮ সফলের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ চলতি বোরো মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে- বোর ধান, সরিষা, ভূট্টার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা অঃদাঃ কে এম বদরুল হক জানান এ বার ৫শত ৮০ জন কৃষক কে এ সেবা প্রদান করা হবে তিনি আরো জানান বিগত মৌসুমে শাল্লা উপজেলায় লক্ষ্য মাত্রা ছিল ২১হাজার ৫শত ৩০হেক্টর জমি, চলতি মৌসুমে লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২১হাজার ৯শত ৯৯হেক্টর জমি।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এস, এ,পি,পি, ও বিভূতোষ চৌধুরী, এস,এ,এ,ও জয়ন্ত কুমার দাস,বিদুর চন্দ্র দাস, জবা রাণী দাশ, কল্যাণ ব্রত সরকার সহ স্থানীয় প্রমূখ জনসাধারণ উপস্থিত ছিলেন।