স্টাফ রিপোর্টার::
আব্দুস ছত্তার মাস্টার ফাউন্ডেশন’র উদ্যোগে চুড়ান্ত পর্বের সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বুলচান্দ স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। সাধারণ জ্ঞান, আবৃত্তি, দেশাত্ববোধক গান ও বাউল গান পর্বে বিজয়ী হয় সুরাইয়া নাসরিন, মাছুমা আক্তার রনি, সামিয়া জামান, তানজিনা বেগম, সুমাইয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, লাবিবা আক্তার, লক্ষী দাস, পিংকী দাস। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক শাহীনা চৌধুরী রুবী, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক জহিরুল হক, প্রভাষক রেশমা আক্তার। ফাউন্ডেশন’র সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রভাষক মো.মশিউর রহমান ও প্রভাষক ফজলুল করিম সাঈদ। সমাপনী বক্তব্য প্রধান করেন বুলচান্দ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব নূরুল আবেদীন।