স্টাফ রিপোর্টার, তাহিরপুর:
সুনামগঞ্জে পাচাঁরের সময় ৩ মে.টন চোরাই কয়লা জব্দ করেছে বিজিবি। কিন্তু চোরাচালানীদের গ্রেফতার করতে পারেনি। এব্যাপারে বিজিবি ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো আজ ০৮.১১.১৮ইং বৃস্পতিবার সকাল ৬টায় জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট ও চাঁরাগাঁও সীমান্তের মাঝে অবস্থিত লালঘাট এলাকা দিয়ে একটি চক্র ভারত থেকে ২০মে.টন কয়লা ও ইয়াবা করে নৌকা বোঝাই করার সময় চাঁরাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার আইয়ুব খান অভিযান চালিয়ে ৩ মে.টন চোরাই কয়লা আটক করেন। আর বাকি কয়লা ও ইয়াবা চালান চোরাচালানীরা নৌকায় বোঝাই করে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার ডেইটটা খালী নামকস্থানে নিয়ে যায়।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক মাহমুদুর রহমান বলেন,তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে ইতিমধ্যে আমরা অনেক চোরাই কয়লা ও ঘোড়া আটক করেছি,আমাদের অভিযান অব্যাহত রয়েছে।