স্টাফ রিপোর্টার::
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জে প্রথম আনন্দ মিছিল করেছে জেলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। বৃহষ্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা করে। আনন্দ মিছিলে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিল পরবর্তী পথসভায় জুবের আহমদ অপু বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে তফসিল ঘোষণা করেছে। আমরা কমিশনের ঘোষণাকে স্বাগত জানাই। আওয়ামী লীগ নেতাকর্মীসহ দেশবাসী শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে প্রহর গুণছেন। জনগণের ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ তাদের প্রতিরোধ করবে বলে জানান তিনি। জুবের আহমদ অপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জেলার ৫টি আসনে নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মখলিছ রহমান, যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ চৌধুরী, শামিম আহমদ, তাপস আহমদ, জহির আলী খান, পৌর স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক বাবলু মিয়া, যুগ্ম আহ্বায়ক মারুফ রশিদ, মিজান রহমান, সদস্য এম এন নাজমুল হক।