সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাদশাগঞ্জ বাজারের কাকলী মেডিকেল হলে বুধবার সকাল ৯ ঘটিকায় হইতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে সকল বয়সী নারী পুরুষের স্বাস্থ্য সেবা প্রদান করেন সেলবরষ ইউনিয়নের কৃতী সন্তান অধ্যাপক ডা. মো. টিটো মিয়া। তিনি ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ও মেডিসিন বিশেষজ্ঞ। ডা. মো. টিটো মিয়া বিরতিহীন ভাবে প্রতি বছরই দুই ঈদে এলাকার রোগিদের ফ্রি চিকিসা দিয়ে থাকেন।
স্থানীয় ও এলাকাবাসী জানান, ডা. মো. টিটো মিয়া প্রায় ২৪ বছর যাবৎ দুটি ধর্মীয় উৎসব ঈদুল আযহা ও ঈদুল ফেতর ও সহ বিভিন্ন সরকারী ছুটিতে এলাকায় এসে সাধারণ জনগণের মধ্যে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন। তিনি ধর্মপাশা উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের ভালবাসায় এই সেবা প্রদান করেন বলে জানাযায়। বুধবারে প্রায় ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। মধ্যনগর থেকে আগত মুমুর্ষ রোগী আবুল কাশেম (৫৫) জানান, ডা. টিটো মিয়া আছে বলেন আমাদের মত হতদরিদ্র লোকদের চিকিৎসা পাওয়া যায়। উত্তর বংশিকুন্দা ইউনিয়নের অতিদরিদ্র নারী সুলেখা বিবি (৩৫) বলেন, ঢাকা-ময়মনসিংহ যেতে হলে বহু টাকা দরকার এবং ডা. ফ্রি দিতে হয় ১ হাজার টাকা এই টাকা থেকে আমরা রক্ষা পাই বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা করি। বিশ্ব বিদ্যালয় পড়–য়া ছাত্র এমদাদ হোসেন (২১) বলেন, ডা. টিটো মিয়া ভাই ধর্মপাশা উপজেলার কৃতী সন্তান হিসাবে আমাদের গর্ব তিনি বছরে কমপক্ষে ৭ হাজার উপর রোগীর বিনা মুল্যে স্বাস্থ্য সেবা করে আসছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিসাবরক্ষক অফিসার মো. সবুজ মিয়া, সাবেক উপজেলা আ’লীগের সভাপতি সাইদুর রহমান চৌধুরী, পীরজাদা সৈয়দ আরমান নুর, ধর্মপাশা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, বাদশাগঞ্জ হাই স্কুলের শিক্ষক নুরে আলম জিকু, সিনিয়র সহ সভাপতি মো. অলি মাহমুদ খান টিটু, যুবলীগ নেতা শাখায়াত হোসেন তালুকদার, যুবলীগ নেতা খলিলুর রহমান মন্তু, মো. শাহ রুপন সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ এছাড়া চিকিৎসা সেবায় সার্বিক সহযোগীতায় একাউন্ট অফিসার মো. সবুজ মিয়া, পরিবার পরিকল্পনার স্বাস্থ্য পরিদর্শক মো. জুয়েল মিয়া, এমএলএএফ তরিকুল ইসলাম, পরিবার পরিকল্পনার কর্মী মো. এতেবার শাহ, মো. মতিউর রহমান মিটু, আতাউর রহমান লিটু, আবুল কালাম আজাদ, ব্যবসায়ী আলী আমজাদ প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।