স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন একাধিক প্রার্থী। তবে এখনো বর্তমান সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, শহিদ পরিবারের সন্তান এডভোকেট মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট মো. শামসুল ইসলাম, ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু মিয়া, অনুকুল তালুকদার ডাল্টন ও সাংবাদিক দীপক চৌধুরী। এই ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করছেন বলে তাদের ঘনিষ্টজনরা জানান।
ঘনিষ্টজনরা আওয়ামী লীগের ধানম-িস্থ কার্যালয়ে নিজেদের উপস্থিতির ছবি ও মনোনয়ন পত্র সংগ্রহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।