জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনু কতৃক উপজেলা নারী জনপ্রতিনিধিদের কুটুক্তি করার প্রতিবাদে জামালগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার দিপুর সভাপতিত্বে, জামালগঞ্জ সদরের সংরক্ষিত মহিলা সদস্য শারমীন সুলতানার সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লী নেতা আবুল কালাম সরকার, সুব্রত পুরকায়স্থ, ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুরে উত্তর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মর্জিনা বেগম, ইউপি সদস্য রুমা রাণী, ফয়জুন নাহার, শিরিনা বেগম, আয়েশা আক্তার, সেরেনা আক্তার, নুরুন নাহার, মনোয়ারা, খুসবুল নাহার, হেলেন আক্তার, মাসকুন নাহার, কলি আক্তার, রাবিয়া আক্তার, স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা গুলজারা বিবি, আনোয়ার বেগম, রৌশন আক্তার, হাফসা আক্তার, আলেয়া বেগম, জাহানারা বিবি, ময়মুন নেছা প্রমূখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী যদি ক্ষমতায় না আসতেন তাহলে আমরা সাধারন নারীরা ক্ষমতায় আসতে পারতামনা। ঝুনু মিয়া চেয়াম্যান নির্বাচিত হয়ে আমাদের নারী নেত্রীদের আকথ্য ভাষায় গালাগালি করছেন। আমরা আন্দোলনে নেমেছি জামালগঞ্জের হাজারো মা-বোন শপথ নিয়েছি, ঝুনু মিয়ার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবনা।