1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমেদের মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮, ৩.১৮ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ অধ্যক্ষ শেরগুল আহমেদের মুক্তির দাবীতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ সাংবাদিক ফোরাম। শনিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি মোহনা টিভি প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক ও দীপ্ত টিভি’র প্রতিনিধি সেলিম আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক,এসএ টিভি’র প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, সাংবাদিক ফোরামের সহ সভাপতি ও দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক,আরটিভি’র স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, সহ সভাপতি ও সময় টেলিভিশনের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, ফোরামের সহ সভাপতি ও দৈনিক জালালাবাদের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক সুনামগঞ্জের ডাক’র নির্বাহী সম্পাদক কে.জি মানব তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভি’র প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক আমাদের সময় প্রতিনিধি বিন্দু তালুকদার, চ্যানেল ২৪ টিভি’র জেলা প্রতিনিধি এ আর জুয়েল, একুশে টিভি’র প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক মুক্তখবর প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার রেজাউল করীম, দৈনিক সুনামগঞ্জের ডাক’র স্টাফ রিপোর্টার ফরিদ আহমদ, দৈনিক আজকালের প্রতিনিধি আমিনুল হক, সাংবাদিক এ কে মিলন, ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রুজেল আহমদ, সহ সভাপতি শহিদুল, সহ সাধারণ সম্পাদক লিপশন আহমেদ, সাংবাদিক আল আমিন, দৈনিক সুনামগঞ্জের সময়ে’র সদর উপজেলা প্রতিনিধি ফজলু আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, চিত্র গ্রাহক হ্যদয় প্রমুখ। মানববন্ধনে বক্তরা অন্যায়ভাবে ঢাকায় আটককৃত অধ্যক্ষ শেরগুল আহমেদের অবিলম্বে মুক্তির দাবী জানান। উল্লেখ্য গত শনিবারে শেরগুল আহমেদ পৌর কলেজের কাজে ঢাকা অবস্থান করছিলেন। পরদিন রোববার দি ক্যাপিটাল হোটেল অবস্থানকালে পল্টন থানা পুলিশ অন্যায়ভাবে তাকে গ্রেফতার করে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!