স্টাফ রিপোর্টার ::
যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নব গঠিত পশ্চিম পাগলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি। সোমবার বিকালে উপজেলার পাগলা বাজারের উত্তর দিক থেকে একটি র্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাগলা হাইস্কুল এন্ড কলেজ মার্কেটের সমাবেশে মিলিত হয়।
নব গঠিত ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. আজাদুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বিমল দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা আবদুল মছব্বির, ফজির আলী, আইয়ুব উদ্দিন বিদ্ধ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, যুবলীগ নেতা সঞ্জিত চক্রবর্তী, সজল দেব, নিকুঞ্জ সূত্রধর, উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা সৈয়দুল হক, ভানু দাশ, নান্টু দাশ, কাজল দাশ, অদ্বৈত চক্রবর্তী, সাইদুল ইসলাম কালন, লালন মিয়া, অজয় দাশ, গুনেন্দ্র দাস, সাদ্দক আলী, কদম আলী, আলম মিয়া, শাহিন মিয়া, বাবুল মিয়া, গোলাম কিবরিয়া, জয়নাল আবেদীন, আবদুর রহিম, শুকুর আলী, রজব আলী, মনর আলী, আশাই মিয়া, সুশীল সূত্রধর, রুহুল আমীন, আল আমীন, আনোয়ার হোসেন, আবদুল ওয়াহহাব, আলী হোসেন, সাজিদ মিয়া, শান্ত দত্ত, সাখাওয়াত হোসেন, পঙ্কজ পাল, মাজহারুল ইসলাম, আফরোজ আলী, মোবারক হোসেন টিপু, রাজনূর আল হাসান,জলাল উদ্দিন, হিরেশ পাল, নূরুল ইসলাম, সিরাজ উদ্দিন, বাদল দাশ, রনজিত দাশ, যুবলীগ নেতা আবদুল কাইয়ুম, ভৈরব সূত্রধর, কামাল হোসেন জসু, শিবলী মিয়া, লালন মিয়া, ঝান্টু সূত্রধর, সিন্দু সূত্রধর, ফরিন্ড সূত্রধর, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজান রানা তালুকদার, রাজ আল হাসান ও জুনায়েদ আহমদ প্রমুখ।