স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের পৌরসভার মেয়র নাদের বখতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি।
বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত সফরে সুনামগঞ্জ এসে পৌর মেয়রের সাথে সাক্ষাতে মিলিত হন প্রতিবেশী দেশের এই কূটনৈতিক।
এসময় কৃষ্ণমূর্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর মেয়র নাদের বখত।
সাক্ষাতের সময় ভারতীয় সহকারি হাই কমিশনার সুনামগঞ্জের আর্থসমাজিক, রাজনৈতিক, ধর্মীয় সহাবস্থান ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন। মেয়রকে উপহার সামগ্রী দেন তিনি।
এল কৃষ্ণমূর্তি পৌর মেয়র নাদের বখতকে ভারত সফরের আমন্ত্রণ জানান। মেয়রও তাঁকে সুনামগঞ্জে হাওরের ঘুরে যাওয়ার নিমন্ত্রণ জানালে ভবিষ্যতে সপরিবারে হাওরে আসার আগ্রহ দেখান কৃষ্ণমূর্তি।